টিডিএন বাংলা ডেস্ক: গান্ধীজির চশমা পরে এবার গান্ধীজীর ব্যবহৃত কাঁটা, চামচ এবং বাটিও নিলামে উঠতে চলেছে। মূলত ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে পুনের আগাখান প্যালেস ও মুম্বাইয়ের পাম বান হাউজে থাকাকালীন যে সমস্ত বাসনপত্র গান্ধীজী ব্যবহার করেছিলেন সেগুলিরই নিলাম হবে। নিলামের বস্তুগুলি মূলত একটি সামান্য মরচে ধরা ধাতব বাটি এবং দুটি কাঠের চামচ ও একটি কাঠের কাঁটা চামচ। নতুন বছরে ১০ জানুয়ারি ব্রিটেনের ব্রিষ্টলে ৫৫,০০০ জিবিপি বা, গ্রেট ব্রিটেন পাউন্ড থেকে শুরু হবে নিলাম, যার ভারতীয় মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী, জিএসটি, বিমা, ভাড়া, নিলামকারীর লভ্যাংশ এবং ভারতীয় পুরাকীর্তি আনার শুল্ক ইত্যাদি সব মিলিয়ে সব চেয়ে কম ১.২ কোটি টাকার নিলাম হাঁকা হতে পারে ।