টিডিএন বাংলা ডেস্ক: দেশের মধ্যে চরম বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকটে মুখ থুবরে পড়েছে দেশ। কিন্তু সমস্ত সমস্যাকে পিছনে ঠেলে পাকিস্তানকে পরাজিত করে বড় ব্যবধানে এশিয়া কাপ জয় করল শ্রীলঙ্কান ক্রিকেটাররা। দীর্ঘ আট বছর পরে এশিয়ার সেরা হয়ে আনন্দে ভাসছেন শ্রীলঙ্কানরা। ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচেও টসে জিতে যান পাকিস্তানের অধিনায়ক বাবর। স্বাভাবিক ভাবেই প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম দিকে তাঁর নেওয়া সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছিল। ৫৮ রানের মাথায় অধিনায়ক দাসুন শনাকা সহ প্রথম সারির ব্যাটস ম্যানরা আউট হয়ে গেলে কোন ঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু ভানুকা রাজাপক্ষের অপরাজিত ৭১ রানের দুদ্ধর্ষ ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭০ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে একটিও বল না খেলে পাকিস্তানের স্কোর বর্ডে উঠে যায় ৯ রান। কিন্তু এশিয়া কাপের ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইফতিকার ৩২ রান ও রিজওয়ান ৫৫ রান করলেও অন্যরা সে ভাবে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান বলারদের সামনে। ফলে পাকিস্তানকে ১৪৭ রানেই আটকে দিতে সক্ষম হন শ্রীলঙ্কান বলাররা। ২৩ রানে পাকিস্তানকে পরাজিত করে ষষ্ঠ বারের মত এশিয়া কাপ জিতল তারা।