HighlightNewsদেশ

শ্রীকৃষ্ণ জন্মস্থান-শাহী ইদগাহ মামলার শুনানি, কোর্ট কমিশনার নিয়োগ বাতিলের দাবি

টিডিএন বাংলা ডেস্ক: মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ বিরোধ মামলায় শনিবার এডিজে ষষ্ঠ আদালতে শুনানি হয়। আদালত কোর্ট কমিশনার নিয়োগ করতে অস্বীকার করেছে। একই সঙ্গে, শাহী ইদগাহ কমপ্লেক্সের জরিপ মামলার শুনানিও চলবে নিম্ন আদালতে। উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নিয়াসের সভাপতি মহেন্দ্র প্রতাপ সিং কোর্ট কমিশনার নিয়োগের দাবিতে মামলাটি করেছিলেন।

Related Articles

Back to top button
error: