রাজ্য-রাজ্যপাল সংঘাতে উপাচার্য নিয়োগে জট, অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, ‘সার্চ কমিটি’ গড়ে দেবে শীর্ষ আদালত
টিভিএন বাংলা ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘ দিন থেকেই রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত চলছে। আর তার ফলে উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্টি হয়েছে জট। পড়ুয়াদের ভবিষ্যতের প্রসঙ্গ জড়িয়ে থাকায় এই নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকার ও রাজ্যপাল উভয় পক্ষের আইনজীবীরাই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পরে। তারা এখনও কোনো সমাধান না করায় এবার ‘সার্চ কমিটি’ গড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতই। উপাচার্য নিয়োগে এই সার্চ কমিটি প্রধান ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেন, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। অর্থাৎ অ্যাপয়ন্টিং অথরিটি। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন, অর্থাৎ সিলেক্টিং অথরিটি নন। এ ব্যাপারে তাঁর কোনও পারদর্শিতা নেই। তাছাড়া রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। এরপরই বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার জন্য সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই প্যানেলের সদস্যদের নাম জমা দিতে হবে শীর্ষ আদালতে। সার্চ কমিটিতে কাদের সদস্য করা হবে সে ব্যাপারে যেন রাজ্য সরকার, রাজ্যপাল এবং ইউজিসি ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৩ থেকে ৫ জনের নাম পাঠান। অর্থাৎ প্রত্যেককে তিন থেকে পাঁচ জনের নাম পাঠাতে হবে। তাঁদের মধ্যে থেকে বেছে নিয়ে সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করবে।