‘অত্যাবশ্যক’ ওষুধের নতুন তালিকা প্রকাশ রাজ্যের, জরুরি কিছু ওষুধ না থাকা নিয়ে উঠছে প্রশ্ন

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ দিনের পরিকল্পনা মত ‘অত্যাবশ্যক’ ওষুধের নতুন তালিকা প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দফতর। ওষুধের সেই নতুন তালিকায় স্থান পেয়েছে অনেক নতুন ওষুধ। আবার বাদ দেওয়া হয়েছে পূর্বের অনেক ওষুধ। এই তালিকায় জরুরি কিছু ওষুধ না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যানসারের কিছু ওষুধ-সহ অনেক অতি প্রয়োজনীয় ওষুধ ওই তালিকায় না থাকার কারণে শুরু হয়েছে সমালোচনা। ইতিমধ্যে বেশ কিছু মেডিক্যাল কলেজ স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে তালিকা পরিমার্জনের আবেদনও জানিয়েছে।