HighlightNewsদেশ

হরিয়ানায় বিশ্ব হিন্দু পরিষদের ব্রজমণ্ডল যাত্রা লক্ষ্য করে ছোঁড়া হল পাথর: পোড়ানো হয়েছে ৪০টি গাড়ি; নূহ জেলার সীমানা সিল, ইন্টারনেট বন্ধ, ১৪৪ ধারা জারি

টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানার নুহ জেলায় বিশ্ব হিন্দু পরিষদ এবং মাতৃশক্তি দুর্গাবাহিনীর ব্রজমণ্ডল যাত্রা লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর তিন ডজনের বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় বহু মানুষ ও পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। নুহ জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জেলা থেকে পুলিশ বাহিনীকে ডেকেছে। জেলায় ১৪৪ ধারা জারির পাশাপাশি সমগ্র জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে, জেলার সীমানাও সিল করে দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ব্রজমণ্ডল যাত্রা শুরু হয় নূহের নলহাদ শিব মন্দির থেকে যা যায় ফিরোজপুর-ঝিরকার দিকে। যাত্রাটি তিরঙ্গা পার্কের কাছে পৌঁছতেই একদল লোক জড়ো হয়ে যায় সেখানে। তারা মুখোমুখি হওয়ার সাথে সাথে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয় এবং পাথর ছোঁড়া শুরু হয়।

সোমবার বিকেলে, তিরঙ্গা পার্কের কাছে প্রথম সহিংসতা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই পুরো নুহ শহরে ছড়িয়ে পড়ে। এই সময় পুরানো বাস স্ট্যান্ড, হোটেল বাইপাস, মেন বাজার, আনাজ মান্ডি এবং গুরুগ্রাম-আলওয়ার হাইওয়েতে একের পর এক গাড়িতে আগুন দেয় দুষ্কৃতীরা। বিকেল পর্যন্ত ৪০টির বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ও ভাঙচুর করা হয়। গাড়ি ছাড়াও এর মধ্যে রয়েছে বাস, বাইক, স্কুটি এবং অন্যান্য যানবাহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালওয়াল, ফরিদাবাদ এবং রেওয়ারি জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীকে ডাকা হয়েছে। এদিকে, বিরোধ চরমে উঠলে পুরো নূহ শহরের বাজার বন্ধ হয়ে যায়। প্রথমে তিরঙ্গা পার্কের আশপাশের এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এরপর, নূহ শহরের প্রধান বাজার ছাড়াও নয়া বাজার, গলি বাজার, হোদল বাইপাস সহ শহরের অন্যান্য বাজারও বন্ধ করে দেন দোকানিরা। শহরের আকাশে কালো ধোঁয়া ছেয়ে যায়।

Related Articles

Back to top button
error: