HighlightNewsদেশ

দেশে মেডিকেল অক্সিজেনের সংকট মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট, নেতৃত্ব দেবেন বাঙালি চিকিৎসক

টিডিএন বাংলা ডেস্ক: সারা দেশ জুড়ে মেডিকেল অক্সিজেনের সংকট মেটাতে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। সারা দেশে যৌক্তিক ও ন্যায়সঙ্গত ভাবে অক্সিজেনের যোগান, সরবরাহ এবং জীবনদায়ী ওষুধের সরবরাহ খতিয়ে দেখতে ১২ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করেছে শীর্ষ আদালত। এই বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। কোভিডের চিকিৎসার জন্য যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরামর্শ নেবে এই টাস্ক ফোর্স। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে অক্সিজেন বরাদ্দের ভিত্তিও খতিয়ে দেখবে এই বিশেষ টিম।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস ছাড়া এই টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যরা হলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর নরেশ ত্রিহান। এছাড়াও দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল, ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ, বেঙ্গালুরুর নারায়ণ হেল্থকেয়ার ও মুম্বইয়ের ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা।

Related Articles

Back to top button
error: