মারাঠা সংরক্ষণ বাতিল করল সুপ্রিম কোর্ট, মহারাষ্ট্রের এই আইনকে “অসাংবিধানিক” বলে জানাল আদালত

টিডিএন বাংলা ডেস্ক: মারাঠা সংরক্ষণ নিয়ে আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ আজ জানিয়ে দিয়েছে, এবার থেকে কোন মারাঠি ব্যক্তিকে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হবে না। মারাঠা সংরক্ষণকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি আদালত জানিয়েছে ইতিমধ্যে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে তাতে কোনো ধরনের পরিবর্তন করা হবে না। তবে নতুন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আর কোন রিজার্ভেশন থাকবে না। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মারাঠা সম্প্রদায় পশ্চাৎপদ জনগোষ্ঠী নয়,সুতরাং সামাজিকভাবে, শিক্ষামূলকভাবে মারাঠা জনগোষ্ঠীকে পশ্চাৎপদ হিসাবে বিবেচনা করা মহারাষ্ট্র রাজ্য আইনে সাম্যের অধিকার লঙ্ঘনের মতো বিষয়।