রাজ্য

অক্সিজেনের ঘাটতির মামলায় স্বস্তিতে কেন্দ্র, দিল্লি হাইকোর্টের অবমাননার নোটিশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে অক্সিজেনের ঘাটতি মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট অক্সিজেনের সাপ্লাই নিয়ে দিল্লি হাইকোর্টের অবমাননার নোটিশে স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি কেন্দ্র সরকারকে আজ মধ্যরাত্রির মধ্যে দিল্লিতে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সাপ্লাই করার নির্দেশ দিয়েছে। এছাড়া আগামীকাল সকাল ১০:৩০ টার মধ্যে একটি হলফনামা জারি করে অক্সিজেন সাপ্লাই কিভাবে সঠিক ভাবে করা যাবে সে ব্যাপারে কেন্দ্রকে জানাতে বলেছে আদালত।

প্রসঙ্গত, গতকাল দিল্লিতে অক্সিজেন সরবরাহ পূরণ করতে না পারায় কেন্দ্রের নিন্দা করেছিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিপিন সংঘী এবং রেখা পল্লির একটি বেঞ্চ অবজ্ঞার নোটিশ জারি করে অক্সিজেন সরবরাহের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে হাজির হতে বলে আদালত। এর পরেই দিল্লি হাইকোর্টের ওই অবমাননার নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।

Related Articles

Back to top button
error: