Highlightদেশ

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রেও হার গেরুয়া শিবিরের

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বড়োসড়ো ঝটকা খেলো বিজেপি। আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে টার্গেট পূরণ হয়নি গেরুয়া শিবিরের। এবার সেই তালিকায় যোগ হল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশও। যোগীর রাজ্যেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতেও মুখ পুড়ল বিজেপির। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মোট ৩০৫০ আসনে হওয়া নির্বাচনে বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র ৫৪৩টি আসন (জয় ও এগিয়ে থাকা মিলিয়ে)। অন্যদিকে, বিরোধী দল সমাজবাদী পার্টি জয় ও এগিয়ে থাকা মিলিয়ে মোট ৬৯৯ আসন দখল করেছে। ৭৫ টি জেলার মধ্যে মাত্র ১৩ টি জেলাতেই দুই অঙ্কের সংখ্যায় পৌঁছতে পেরেছে বিজেপি।

রবিবার থেকে উত্তরপ্রদেশের পঞ্চায়েত উপ নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত সব কেন্দ্রে ভোট গণনা সম্পূর্ণ হয়নি। অনেক জায়গাতেই পুনর্গণনার কাজ চলছে। যদিও এখনো পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তা বিজেপির জন্য বিপদের ঘন্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীতে ৪০ টি আসনের মধ্যে বিজেপি মাত্র ৭ টি আসন জিতেছে। এমনকি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সংসদীয় কেন্দ্র লক্ষৌতেও ২৫ টি আসনের মধ্যে মাত্র ৩টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জেলা গোরক্ষপুরে ৬৮টি আসনের মধ্যে ২৬টি আসন জয়লাভ করলেও সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমনকি যে অযোধ্যা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত সেই অযোধ্যাতে ৪০টি জেলা পঞ্চায়েতের মধ্যে মাত্র ৮টিতে জয়ী হয়েছে বিজেপি। বিজেপির এই ফলাফলে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব।

অযোধ্যায় নিজেদের ঘরেই ধরাশায়ী হওয়ার পর বিজেপির জেলা নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে,এই পরিস্থিতি তারা একেবারই আশা করেনি। দলের জেলার মুখপাত্র দীবাকর সিংহ বলেন, এই ফলে আমরা খুবই অসন্তুষ্ট এবং আশাহত।

গত ২৯ এপ্রিল ৪ স্তরের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়। রবিবার থেকে শুরু হয় গণনা। উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে যোগী আদিত্যনাথের কেন্দ্রে তো বটেই খোদ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য প্রথম সারির নেতা-মন্ত্রীদের আসনেও ভরাডুবি হয়েছে বিজেপির। অন্যদিকে, ভোটে ভালো ফলাফল করে এগিয়ে গেছে সমাজবাদী পার্টি এবং বিএসপি। এমনকি কংগ্রেস, আপ ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও বেশ কয়েকটি জেলায় ভালো ব্যবধানে জয়লাভ করেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, উত্তরপ্রদেশ জেলা পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিজেপি’র কপালে জুটেছে সাকুল্যে ৫৪৩টি আসন সেখানে নির্দলীয় এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৯৬১টি আসনে।

Related Articles

Back to top button
error: