HighlightNewsদেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড নিরাপত্তা অধিকর্তা, পুলিশ সুপার, অপসারিত জেলাশাসক

টিডিএন বাংলা ডেস্ক: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে। পাশাপাশি সরিয়ে নেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে। তার জায়গায় এবার নতুন জেলাশাসক হলেন আইএএস স্মিতা পান্ডে। সাসপেন্ড করা হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন সুনীল কুমার যাদব।

এর আগে শনিবার রাতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের পাঠানোর রিপোর্টের ভিত্তিতে আজ দুপুরে নির্বাচন কমিশন জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো হামলা হয়নি। নিরাপত্তারক্ষীদের গাফিলতিতেই আঘাত প্রাপ্ত হয়েছিলেন তিনি। এবার সেই রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর অনুসারে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও অধিকার তাকে সাসপেন্ড করাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিচু স্তরের যে যে অফিসার রয়েছেন, তাঁদের কোনও গাফিলতি ছিল কিনা, এবং গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানিয়ে ১৭ মার্চ, বুধবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন পাণ্ডেকে।

 

 

Related Articles

Back to top button
error: