HighlightNewsআন্তর্জাতিকধর্ম ও দর্শন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার খোলা আকাশের নীচে প্রকাশ্যে তারাবি নামাজ!

টিডিএন বাংলা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার খোলা আকাশের নীচে প্রকাশ্যে জনসম্মুখে অনুষ্টিত হল রমজান মাসে মুসলিমদের বিশেষ প্রার্থনা তারাবি নামাজ! মুসলিমরা সাধারণত মসজিদের মধ্যেই নামাজ আদায় করেন। কিন্তু রমজান মাস যেহেতু মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইবাদাতের মাস। সেহেতু এই মাসে মসজিদে প্রার্থনাকারীর সংখ্যাও বৃদ্ধি পায়। তাই বিভিন্ন জায়গায় খোলা আকাশের নীচে প্রকাশ্যে তারাবি নামাজ আদায় করা হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মত কোনো পশ্চিমা দেশে এই ধরনের দৃশ্য বিরল। বলা হচ্ছে ইতিহাসে সম্ভবত এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে খোলা জায়গায় তারাবির নামাজ পড়া হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকার কোনো জনগণের অনুভূতিতে আঘাত করা হয়নি। অন্যদিকে নিউইয়র্ক প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি।

যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই এক দিকে যেমন অনেকেই উচ্ছসিত হয়েছেন। তেমনই অনেকে এটিকে আমেরিকার প্রশাসনের লোক দেখানো পরিকল্পনা বলে এর সমালোচনাও করেছেন। সোশ্যাল মিডিয়াতে এক ব্যক্তি মন্তব্য করেন, “এসব আমেরিকার ভন্ডামি। তারা মুসলিম বিশ্বে হস্তক্ষেপ করে, মুসলিম দেশগুলোকে ধ্বংস করে। এটা শুধু একটা প্রদর্শনী ছাড়া আর কিছু নয়। এইসব জনসম্মুখে প্রার্থনা করতে দিয়ে আমেরিকা দেখাতে চায় তারা মুসলমানদের অধিকার রক্ষা করে।”

Related Articles

Back to top button
error: