চাষীর ঘর থেকে সিভিল সার্ভিসে উত্তীর্ন, মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলেন তারিফ ইসলাম

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মূর্শিদাবাদ: ফের চমক। বিশ্ববিদ্যালয়হীন জেলা থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ন চাষীর ছেলে।
চাষী পরিবার থেকে উঠে এসে রাজ্যের সিভিল সার্ভিসে উত্তীর্ন হয়ে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলেন তারিফ ইসলাম। শুক্রবার ২০১৮ সালের রাজ্য সিভিল সার্ভিসের মেইন পরিক্ষার ফলাফল প্রকাশিত হতেই সবাইকে চমকে দিয়ে জেনারেল ক্যাটাগরিতে দশম স্থান অধিকার করে তারিফ।

জানা গিয়েছে, সাগরদিঘির ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর গ্রামে জন্ম তারিফ ইসলামের। বাবা মোহাম্মদ নুরুল ইসলাম পেশায় একজন চাষি। মা সুফিয়া বিবি গৃহবধূ। তিন ভাইয়ের মধ্যে সকলের ছোট তারিফ। তিন ছেলে নিয়ে সংসার নির্বাহ করেন নুরুল ইসলাম। স্থানীয় কাবিলপুর হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে লালবাগ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তারপরেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। চলে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ন হয়ে বর্তমানে দুর্গাপুরে কর্মরত রয়েছেন তিনি। ২০১৮ সালে পরীক্ষা দিয়ে ২০২০ সালে ডব্লিইবিসিএসের রেজাল্ট বেরোয়। তাতেই গ্রুপ সি পদে জয়েন্ট বিডিও পদে পাস করেন তারিফ। এদিকে দারিদ্রের পরিবার থেকে সিভিল সার্ভিসে উত্তীর্ন হওয়ায় এলাকায় কার্যত খুশির জোয়ার।