রাজ্য

মন্দির মসজিদ গির্জার মাটি নিয়ে দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা মুক্ত পৃথিবীর প্রত্যাশায় অভিনব ভাবনা এবার চক্রবাড়িয়া সার্বজনীন দুর্গউৎসবের। ভবানীপুর চক্রবাড়িয়ার ৭৫তম বর্ষে সর্ব ধর্ম সমন্বয়ে করোনা মুক্তির আর্তি তুলে ধরা হচ্ছে। শুধু সর্ব ধর্ম বললে ভুল বলা হবে, দলমত নির্বিশেষে করোনা মুক্তির অর্তিও থাকছে প্রতীকী ভাবে। এই ভাবনাকে তুলে ধরতে মন্দির, মসজিদ, মঠ, গির্জার মাটি নিয়ে আসা হয়েছে। আনা হয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সদর দফতের মাটিও। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল চক্রবাড়িয়া সর্বজনীনের। পুজোর অন্যতম কর্তা অসীম বসু বলেন, মায়ের কাছে আমাদের সকলের প্রার্থণা, ফিরে আসুক আমাদের স্বাভাবিক জীবন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তিনি বলেন মায়ের আগমনের অপেক্ষায় আমরা সবাই। দেবীর আগমনের মধ্যে দিয়ে সেই চঞ্চলতা ফিরে আসবে।
করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে অঞ্জলি দেওয়ার জন্যে তৈরি হয়েছে বিশেষ লম্বা হাত। সেই হাত দিয়ে অঞ্জলি ফুল সংগ্রহ করে ফেলা হবে মায়ের পায়ে।

Related Articles

Back to top button
error: