রাজ্য

অষ্টম দফা নির্বাচনেও উত্তেজনা বোমাবাজি উত্তর কলকাতায় ৩৮% ভোট সকাল ১১ টা পর্যন্ত

টিডিএন বাংলা ডেস্কঃ পশ্চিমবঙ্গে যেন নির্বাচনী হিংসার পরিবেশ শেষ হচ্ছে না। বিধানসভা নির্বাচনের অষ্টম দফা চলছে। এটাই শেষ দফা। মালদায় ৬টি মুর্শিদাবাদ ও বীরভূমে ১১টি ও উত্তর কলকাতার সাত টি কেন্দ্রে ভোট ছলছে।
এইদিন ৮৪ লক্ষ ভোটার ২৮৫ জন প্রার্থীর মধ্যে থেকে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন। ভোট নেওয়ার জন্য ১১৮৬০ পোলিং অফিস করা হয়েছে। এদিন সকাল সাতটা থেকে ভোট পড়তে শুরু করে ১১ টা পর্যন্ত প্রায় ৩৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা যায়।
তবে হিংসার হাত থেকে এই ভোট প্রক্রিয়া মুক্ত থাকতে পারেনি। উত্তর কলকাতার রবীন্দ্র সরণি ২৩৯ নম্বর বুথে বিজেপি প্রার্থী মিনা দেবী পুর্কায়েত এর গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তিনি বলেন শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তাই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বোমাবাজি শুরু করেছে।। তিনি নির্বাচন কমিশনকে জনগণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার আহ্বান জানান। অপরদিকে মহাজাতি সদনে ভোটের লাইন কে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিধান সরণিতে পুলিশের সামনে কে বা কারা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

Related Articles

Back to top button
error: