মহারাষ্ট্রের পালঘর রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পর পর ১০টি বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের পালঘরের তারাপুরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্ল্যান্টে একের পর এক ১০ থেকে ১২টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন আনা হয়েছে ঘটনাস্থলে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান ছিল। প্ল্যান্টে আগুন লাগার কারণে ওই এলাকায় রাসায়নিক ধোঁয়া ছড়িয়ে পড়ে, এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা যায়। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনো জানা যায়নি।