বিজেপির সঙ্গে সন্ত্রাসবাদের যোগাযোগ ক্রমশ প্রকাশ্যে আসছে: কংগ্রেস নেতা রাজীব গৌড়া

টিডিএন বাংলা ডেস্ক: যে বিজেপি নেতারা প্রতি নিয়ত দেশবাসীকে দেশপ্রেম ও জাতীয়তাবাদের শিক্ষা দেয় আজ সেই বিজেপির সঙ্গে সন্ত্রাসবাদের যোগাযোগ ক্রমশ প্রকাশ্যে আসছে। একের পর এক ঘটনা সামনে আসছে আর বিজেপির ভন্ড জাতীয়তাবাদের মুখোশ খুলে যাচ্ছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা বিশিষ্ট শিক্ষাবিদ রাজীব গৌড়া। এদিন তিনি বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, উদয়পুরে কানাইয়ালাল হত্যায় অভিযুক্ত মহম্মদ রিয়াজ কে বিজেপিতে নিয়ে আসেন রাজস্থান বিধানসভার বিজেপির বিরোধী দলনেতার জামাতা গোলাব চাঁদ কাটারিয়া।

অন‍্যদিকে অমরনাথ যাত্রীদের উপর নাশকতা চালানোর ষড়যন্ত্রে অন্যতম অভিযুক্ত লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত তালিব হোসেন শাহ জম্মু-কাশ্মীরের বিজেপির সংখ্যালঘু মোর্চা ও আইটি সেলের কর্মকর্তা। আবার সেই তালিব হোসেনকে অমিত শাহ-এর সঙ্গে একই মঞ্চে কিভাবে দেখা যায় সেই প্রশ্নও এদিন তোলেন রাজীব গৌড়া।

এছাড়াও তিনি জানান, অমরাবতীর কেমিস্ট উমেশ কলহের হত্যায় অভিযুক্ত ইরফান খান, হিজবুল মুজাহিদীনকে অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত নভিত এবং ২০১৭ সালে মধ্যপ্রদেশে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দ্বারা গ্রেফতার হওয়া ধ্রুব সাক্সেনা যেকিনা বিজেপির আই টি সেলের সদস্য। কান্দাহার বিমান অপহরণ কান্ড এবং পুলওয়ামা কান্ডে বিজেপির পরোক্ষভাবে যোগাযোগ ছিল বলেও সন্দেহ পোষণ করেন তিনি।