HighlightNewsদেশ

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামীকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশনে বসবেন আন্দোলনরত কৃষকরা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনের আজ ১৮ তম দিন। কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকের পরেও কোনরকম সমাধান সূত্র না মেলার পর এবার নিজেদের দাবিতে অনড় কৃষকরা আন্দোলনের ঝাঁজ বাড়াতে একদিনের অনশনে বসবেন দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা। কৃষক নেতা গুরনাম সিং ছিদোনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একদিনের অনশনে বসবেন কৃষকরা। এ পাশাপাশি সমস্ত জেলার হেডকোয়াটারগুলির সামনে ধর্নায় বসবেন কৃষকরা।

 

এদিকে কৃষি আইনকে সমর্থন করে আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষকদের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরীর উত্তরাখণ্ডের শিক্ষা মন্ত্রী অরবিন্দ পান্ডে। যদিও, উত্তরাখণ্ডের কৃষকদের এই সমর্থনকে গুরুত্ব দিতে নারাজ কৃষক নেতা জসবীর সিংহ। তাঁর দাবি, কৃষিমন্ত্রীর সঙ্গে যাঁরা দেখা করেছেন, তাঁদের মধ্যে ১০ জন কৃষি ছাড়াও ব্যবসার সঙ্গে যুক্ত। তাছাড়া তাঁদের উত্তরাখণ্ড থেকে নিয়ে আসেন এক রাজনৈতিক নেতা।

Related Articles

Back to top button
error: