Highlightআন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে নাম তুলে নিল আলজেরিয়ান অ্যাথলেট

প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল। কিন্তু ফিলিস্তিনের প্রতি রাজনৈতিক সমর্থনের কারণে ইসরায়েলের কারও মুখোমুখি হতে চাননি আলজেরিয়ার জুডোকা ফেথি নুরিন। সেকারণে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন টোকিও অলিম্পিক থেকে।

স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ না জিতলেও সম্মানে কমতি নেই। দেশের হয়ে অলিম্পিকে অংশ নিতে পারাটাই সবচেয়ে বড় কথা। গ্রেটেস্ট শো অন আর্থে যোগদানের উচ্ছ্বাসটাই ভিন্নরকম গর্বের। আর এমন গর্বকে দূরে ঠেলে দিলেন এই খেলোয়াড়! টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছেন তিনি।

সম্ভাব্য প্রতিপক্ষ দখলদার ইসরাইলের নাগরিক। তাই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই আলজেরিয়ান জুডোকা। ফিলিস্তিনিদের প্রতি এভাবেই নিজের সমর্থনের বিষয়টি প্রকাশ করেছেন জুডোকা ফাতিহ নুরিন।

নিজের এমন সিদ্ধান্তের বিষয়ে আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেছেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি। কিন্তু ফিলিস্তিনের পাশে থাকাটা সবার আগে। তাদের বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। এটাই চূড়ান্ত।’

এমন সিদ্ধান্তে মনক্ষুণ্ন না হয়ে উল্টো বাহবা দিয়েছেন তার কোচ আমের বেন ইয়াকলিফ।
নুরিনের কোচ ইয়াকলিফ বলেন, ‘আমাদের ভাগ্যটা ভালো হয়নি এবার। ড্রয়ের কারণে একজন ইসরায়েলি প্রতিপক্ষ পেয়েছি। এ কারণে আমাদের সরে যেতে হচ্ছে। নুরিন সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

অলিম্পিক জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণিতে নুরিনের প্রতিপক্ষ ছিলেন সুদানের মোহামেদ আবদালরাসুল। সেই ম্যাচে জিতলে পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল। তবে জেতার পর প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় মুখোমুখি হওয়ার চেয়ে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে হয়েছে নুরিনের কাছে। এই সিদ্ধান্তের কারণে শাস্তি পেলেন নুরিন এবং তার কোচ। তাদের অলিম্পিক থেকে প্রত্যাহার করা হয়েছে এবং দেশে ফেরত পাঠানো হবে।

আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক জুডো ফেডারেশনের দর্শনের পুরো বিপরীত সিদ্ধান্ত। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো সম্মানবোধ ও বন্ধুত্ব। সিদ্ধান্তটি আমাদের খেলার মূলনীতির পরিপন্থী।’

যদিও নুরিনের এভাবে সরে দাঁড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ সালে টোকিওতে বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপেও ইসরায়েলের প্রতিপক্ষের মুখোমুখি না হতে নাম প্রত্যাহার করেছিলেন তিনি।

Related Articles

Back to top button
error: