দেশ

মন-কী-বাতে করোনা নিয়ে ফের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : করোনা নিয়ে ফের একবার সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কী বাত’ জানিয়েছেন, করোনা আবহে সাবধান থাকতে হবে। বিশেষ করে উৎসবের মরশুম শুরু হচ্ছে। আর সেই উৎসবের আগে এবং সময়ে করোনার কথা মাথায় রাখতে হবে, এখনই এই রোগ চলে যায়নি। তাই করোনা সংক্রান্ত বিধিনিষেধও মনে রাখা জরুরি।

এদিন অনুষ্ঠানে তিনি টোকিও অলিম্পিকে ভারতের দুর্দান্ত সূচনার কথা উল্লেখ করেন। পাশাপাশি সকলকে ভারতীয় দলকে সমর্থন করার অনুরোধ জানান। অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী “ভিকট্রি পাঞ্চ” কর্মসূচির ঘোষণা করেন। কীভাবে ভারতের প্রতিযোগীরা খেলছে, কীভাবে কাজ করছে তা তুলে ধরেছেন নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে। সোমবার কার্গিল বিজয় দিবস। সেই নিয়েও তিনি বলেন, ”কার্গিল যুদ্ধ ভারতের বীরত্বের ও ধৈর্য্যের পরীক্ষা। গোটা বিশ্ব ভারতের সেনাদের বীরত্ব দেখেছে, অমৃত মহোৎসব-এর সঙ্গেই এই কার্গিল বিজয় দিবস পালন করা হবে। আমি চাই, আপনারা কার্গিলের গল্প পড়ুন। আসুন আমরা সকলে মিলে কার্গিলের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই।”

Related Articles

Back to top button
error: