টিডিএন বাংলা ডেস্ক: এবছরের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আগামী ৩০ জুন থেকে। ওইদিন থেকে শুরু করে পরবর্তী ৪৩ দিন পর্যন্ত যাত্রা করতে পারবেন দর্শনার্থীরা। রবিবার জম্মু – কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের দফতরের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই তথ্য। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে শ্রী অমরনাথজী স্রাইন বোর্ডের বৈঠকে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করার আগে ২০১৯ সালে অমরনাথ যাত্রা বাতিল করা হয়। এরপর বিগত দু’বছর করোনা মহামারীর কারণে শুধুমাত্র প্রতীকী যাত্রার আয়োজন করা হয়।