HighlightNewsদেশ

নতুন কৃষি আইনের সুফল এক দুই বছরের মধ্যেই বুঝতে পারা যাবে; জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল দুপুর দুটোর সময় বিজ্ঞান ভবনের কৃষকদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র। কৃষকদের সঙ্গে বৈঠকের এই দিন এবং সময় ঠিক হওয়ার পরেই বড়োসড়ো মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, নতুন কৃষি আইনের সুফল এক বছরের মধ্যেই বুঝতে পারা যাবে।শুধু তাই নয় তার দাবি কৃষি আইন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যে ‘বিভ্রান্তি’ সৃষ্টি করছে, যে ‘মিথ্যের প্রাচীর’ সৃষ্টি করছে তা-ও খুব শীঘ্রই ভেঙে পড়বে।

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার কৃষকদের সঙ্গে বৈঠকের পরেও কোন সুরাহা মেলেনি। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার কৃষকরা লাগাতার কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দিল্লির সীমান্ত গুলিতে। এই পরিস্থিতিতে লাগাতার আন্দোলন করে চলা কৃষক সংগঠনের সদস্যরা শনিবার শর্তসাপেক্ষে সরকারের সাথে কথা বলার জন্য সহমতি জানায়। আগামী বৈঠক ২৯ ডিসেম্বর হবে বলে জানিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকেত। ভারতীয় কৃষক ইউনিয়নের বড়িষ্ঠ নেতা রাকেশ টিকেত দাবি করেন, তিনটি কৃষি আইন ফেরত নেওয়ার পদ্ধতি এবং ন্যূনতম সমর্থন মূল্য সম্পর্কে গ্যারান্টি দেওয়ার বিষয়টি সরকারের সাথে আলোচনার বিষয়ে শামিল হওয়া উচিত।

Related Articles

Back to top button
error: