সরকার চালিত মাদ্রাসা বন্ধের বিল পাস হয়ে গেল অসম বিধানসভায়

Pic Courtesy: Hemant Biswa Sharma

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস এবং ইউআইইউডিএফের সাংসদদের ওয়াকআউট করে যাওয়া সত্ত্বেও অসম বিধানসভায় পাস হয়ে গেল সরকার চালিত মাদ্রাসা বন্ধের বিল। এর আগে সোমবার আগামী বছর এপ্রিল ২০২১-এ রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা গুলিকে বন্ধ করে সেগুলিকে সাধারণ স্কুলে রূপান্তর করা সংক্রান্ত একটি বিল বিধানসভায় পেশ করে। এদিন বিরোধী দলগুলির চরম বিরোধিতার মাঝখানেই পাস হয়ে যায় এই বিল।

 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনদিনের শীতকালীন অধিবেশনের আয়োজন করা হয়েছিল অসম বিধানসভায়। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই শিক্ষা মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অসম নিরসন বিল ২০২০ পেশ করেন। এই বিলে দুটি বর্তমান আইন অসম মাদ্রাসা শিক্ষা আইন ১৯৯৫ এবং অসম মাদ্রাসা শিক্ষা(কর্মচারীদের পরিষেবায় প্রাদেশিককরণ এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্গঠন) আইন ২০১৮ বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন,”এই বিল বেসরকারি মাদ্রাসাগুলির ওপর নিয়ন্ত্রণ এবং সেগুলিকে বন্ধ করার জন্য নয়।” তিনি বলেন, “এই বিলের ‘লক্ষ্য এবং উদ্দেশ্য বিবৃতির’ মধ্যে ‘ব্যক্তিগত’ শব্দটি ভুল করে ব্যবহার করা হয়েছে।” অসমের মন্ত্রিসভার বৈঠকে ১৩ ডিসেম্বর সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল গুলি বন্ধ করার একটি প্রস্তাবকে অনুমোদন দেওয়া হয়। যদিও বিধানসভায় আনা এই বিলে সংস্কৃত স্কুল গুলির সম্পর্কে কোন কিছু বলা হয়নি এবং শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।