HighlightNewsদেশ

ত্রিপুরা উপজাতি পরিষদের নির্বাচনে টিপ্রার কাছে পরাস্ত হলো বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: ত্রিপুরার উপজাতি পরিষদের নির্বাচনে মোট ২৮ টি আসনের মধ্যে ১৮ টি আসন পেয়ে জয়লাভ করলো ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ও প্রাক্তন কংগ্রেস প্রধান প্রদ্যোৎমাণিক্য দেবের দল টিপ্রা (টিআইপিআরএ)। গত বছর সেপ্টেম্বর মাসে কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে নিজের আলাদা দল ‘ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওয়নাল অ্যালায়েন্স’ তৈরি করেছিলেন প্রদ্যোৎমাণিক্য দেব। সেই দলের হয়ে এবার উপজাতি পরিষদের ভোটের লড়াইয়ে নেমেছিলেন তিনি। গত ৬ এপ্রিল ২০টি বিধানসভা কেন্দ্র এলাকায় ছড়িয়ে থাকা পরিষদগুলির ভোট গৃহীত হয়। ভোটের ফলাফলে বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে আসে ত্রিপুরার রাজ পরিবারের সদস্যের হাতে তৈরি এই নতুন দল। হারিয়ে দেয় ২০১৫ সালে ২৫ টি আসনে জয়লাভ করা বামেদেরও। এমনকি প্রতিদ্বন্দী দল হিসেবে বিজেপির কপালে জোটে মাত্র ৯ টি আসন।

Related Articles

Back to top button
error: