HighlightNewsদেশ

আমাদের মিটিং খারাপ করার জন্য বিজেপি লোক পাঠাত, এবার আমরাও পাঠাব; হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসকদল বনাম বিরোধীদলের রেষারেষিও তত প্রকট হচ্ছে। পুরুলিয়ার এক জনসভা থেকে বিজেপিকে মাওবাদীদের থেকেও ভয়ংকর বলে বর্ণনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে বিষধর সাপের সাথেও তুলনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের দলীয় সভা ভঙ্গ করতে বিজেপি লোক পাঠায়, এবার তিনিও বিজেপি এবং সিপিএমের মিটিংয়ে বিঘ্ন সৃষ্টি করতে লোক পাঠাবেন।

মুখ্যমন্ত্রী পুরুলিয়ার সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন,”আমি কিছু দিন ধরে দেখছি আমাদের মিটিংয়ে সমস্যা সৃষ্টি করার জন্য বিজেপির তরফ থেকে লোক পাঠানো হচ্ছে। এবার আমি কিছু লোকেদের বিজেপি আর সিপিএমের সমস্যা সৃষ্টি করার জন্য পাঠাব।”

পাশাপশি বহিরাগত প্রশ্নে ফের একবার বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়ার মানুষরা এর আগেও কখনো বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি আরো বলেন, ওরা বিরসা মুন্ডার অপমান করেছে।

তিনি আরো বলেন, একটি দলিত পরিবার জানিয়েছে, তারা তাদের বাড়িতে আসা বিজেপি নেতাদের নিজেদের খরচায় খাবার খাইয়েছে, ওরা কিভাবে টাকা দিতে পারবে? আমি আমার কর্মীদের বলেছি যখনই এধরনের কিছু দেখবেন তাদের টাকা দেবেন। যদি কেউ আপনাকে ভোটের বদলে টাকা দেন তাহলে সেই টাকা নিয়ে নিন।

Related Articles

Back to top button
error: