দেশ
হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বাস-মিনিবাস সংগঠনের
টিডিএন বাংলা ডেস্ক: হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। তাই এবার ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বাস-মিনিবাস সংগঠনগুলো। ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সোমবার চারটি বাস-মিনিবাস সংগঠন বৈঠক ও আজ মঙ্গলবার ফের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাটবে তারা। তাদের দাবি, যে হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারকে একাধিকবার অনুনয়-বিনয় করেও করেও কোনও কাজ হয়নি।