রাজ্য

বিজেপি মহিলা মোর্চার ক্যারাটে প্রশিক্ষণ শিবির ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: বিজেপি মহিলা মোর্চার ক্যারাটে প্রশিক্ষণ শিবির ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলায় মেয়েদের ধর্ষণ শ্লীলতাহানি থেকে বাঁচাতে এই প্রশিক্ষণ শিবির দাবি মহিলা মোর্চার। শাসক দলের দুষ্কৃতীরা বাংলার নারীদের সম্মান হানি করছে বলে অভিযোগ বিজেপির। পাল্টা আক্রমণ তৃণমূলের। নিজেদের কর্মীদের হাত থেকে বাঁচতে এই প্রশিক্ষণ শিবির অভিযোগ তৃণমূলের। বিহার উত্তর প্রদেশ গুজরাটে যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে বিজেপি কর্মীদের দ্বারা সেই কারণেই আগাম সর্তকতার জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবির এর আয়োজন করেছে বিজেপি মহিলা মোর্চা। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার।

এদিকে বাংলার মেয়েরা নিজেদের সম্মান যাতে নিজেরাই রক্ষা করতে পারেন তাই উমা নামক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি মহিলা মোর্চা। সেই কর্মসূচির জন্য বুধবার মালদা জেলা বিজেপি কার্যালয় মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়। প্রায় ৭০ জন কিশোরী ও তরুণীকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ শিবির ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, রাজ্যে নারীদের সম্মান হানি হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও কোন ব্যবস্থা হচ্ছে না। দিদির দুর্যোধন ভাইরা অত্যাচার চালাচ্ছে। সেই কারণেই আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়েছে। যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে নারীদের উপর অত্যাচার হলে সাথে সাথে আইনি ব্যবস্থা হয় কিন্তু বাংলায় তা হয় না। বিজেপি মহিলা মোর্চা নেত্রীর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের করে এটা দুলাল সরকার। তিনি বলেন,বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। তারা ভাবছে বাংলায় ক্ষমতায় আসবে। তাই যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে খুল্লামখুল্লা নারীদের ওপর নির্যাতন হচ্ছে। বাংলাতে ক্ষমতায় এলেও সেই নির্যাতন শুরু হবে। তাই নিজেদের বাঁচাতে এই ধরনের প্রশিক্ষণ শিবির এর আয়োজন করছে বিজেপি মহিলা নেতৃত্ব।

Related Articles

Back to top button
error: