কৃষকদের জন্য দিল্লির নয়টি স্টেডিয়ামকে জেল বানিয়েছে কেন্দ্র, দাবি কেজরিওয়ালের

টিডিএন বাংলা ডেস্ক: কৃষকদের জন্য দিল্লির নয়টি স্টেডিয়ামকে জেল বানিয়েছে কেন্দ্র। সোমবার এমনই বিস্ফোরক দাবি করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ আমাদের থেকে দিল্লির নয়টি স্টেডিয়াম জেল বানানোর জন্য অনুমতি নিয়েছে। ওদের পরিকল্পনাই ছিল, দিল্লিতে কৃষকদের আসতে দেবে তারপর তাদেরকে জেলে পুরে দেবে। কৃষকদের আন্দোলন একেবারেই উচিত আন্দোলন। শুরু থেকেই আমরা এই আন্দোলনের সঙ্গে থেকেছি।”