HighlightNewsদেশ

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বৃদ্ধি করে ২১ করছে কেন্দ্র!

টিডিএন বাংলা ডেস্ক : মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বৃদ্ধি করে ২১ করার দাবি উঠছিল দীর্ঘ দিন ধরেই। দীর্ঘ আলোচনা পর অবশেষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হল। এই প্রস্তাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বাড়িয়ে ২১ করা উচিত বলে মত দেওয়া হয়েছে।

এই দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিপূর্বে বলেন, “মেয়েদের বিয়ের ঠিক বয়স কত হওয়া উচিত, তা নিয়ে শলা-পরামর্শ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন মহিলারা আমাকে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন তাঁরা। অনেকে প্রশ্ন করেছেন, কমিটির রিপোর্ট এখনও আসেনি কেন? আমি তাঁদের সকলকে আশ্বস্ত করতে চাই যে, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সরকার ওই ব্যাপারে পদক্ষেপ করবে।” গত বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিতে গিয়ে বলেন, “দেশের মেয়ে-বোনেদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সরকার। মেয়েদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে তাঁদের সঠিক বয়সে বিয়ের প্রয়োজন।”

এছাড়া তারও আগে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে তৎকালীন নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি বলে ছিলেন, ‘মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত, তা পর্যালোচনার জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করেছে কেন্দ্র। বিয়ে এবং মাতৃত্বের মধ্যে সময়ের গড় ব্যবধান, এই দুই বিষয়ের সঙ্গে স্বাস্থ্য ও পুষ্টির যোগ, জন্মের সময়ে শিশু ও মায়ের মৃত্যুর হার, সন্তানধারণ ক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনা করে রিপোর্ট পেশ করবে ওই কমিটি।’

Related Articles

Back to top button
error: