HighlightNewsদেশ

২৬ জানুয়ারি তিরঙ্গার অপমান দেখে দেশ খুবই দুঃখিত; “মন কি বাত” অনুষ্ঠানে লালকেল্লার ঘটনা প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: আজ “মন কি বাত” অনুষ্ঠানে ২৬ জানুয়ারি জাতীয় পতাকার অপমান প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন,”দিল্লিতে ২৬ জানুয়ারি তিরঙ্গার অপমান দেখে দেশ দুঃখিত। আমাদের আগামী সময়কে নতুন আসা এবং নতুনত্ব দিয়ে ভরিয়ে তুলতে হবে। আমরা গত বছর অসাধারণ সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছি। এবছরও আমাদের কঠোর পরিশ্রম করে আমাদের সংকল্প গুলিকে সফল করতে হবে।”

Related Articles

Back to top button
error: