টিডিএন বাংলা ডেস্ক: আজ “মন কি বাত” অনুষ্ঠানে ২৬ জানুয়ারি জাতীয় পতাকার অপমান প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন,”দিল্লিতে ২৬ জানুয়ারি তিরঙ্গার অপমান দেখে দেশ দুঃখিত। আমাদের আগামী সময়কে নতুন আসা এবং নতুনত্ব দিয়ে ভরিয়ে তুলতে হবে। আমরা গত বছর অসাধারণ সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছি। এবছরও আমাদের কঠোর পরিশ্রম করে আমাদের সংকল্প গুলিকে সফল করতে হবে।”
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024