HighlightNewsদেশ

মোদি সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের কৃষকরা; কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে সমর্থন করে মন্তব্য করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা। লাগাতার নয়াকৃষি আইন বাতিলের দাবি করে চলেছেন কৃষকরা। এরইমধ্যে আজ কৃষকদের “দিল্লি চলো” অভিযান রুখতে লাগাতার প্রচেষ্টা করে চলেছে দিল্লি পুলিশ।কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে বুধবার থেকেই রাস্তায় নেমেছেন কৃষকরা। ইতিমধ্যেই দিল্লি হরিয়ানা সীমান্তে জমায়েত করেছেন কৃষক সংগঠনের সদস্যরা। আজ এবং কাল অর্থাৎ ২৬ ও ২৭ নভেম্বর কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানা গেছে। কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচি রুখতে তৎপর দিল্লি ও হরিয়ানা পুলিশ। দিল্লির সীমান্তবর্তি এলাকা ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কৃষকদের অভিযান রুখতে প্রয়োগ করা হয়েছে জলকামান।মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। লাগাতার নজরদারি করার জন্য গোটা চত্বরে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সকাল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে দিল্লি মেট্রো পরিষেবা।

দিল্লি হরিয়ানা সীমান্ত এলাকায় ইতিমধ্যেই সিমেন্ট এবং লোহার অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সিআরপিএফ বাহিনী।কৃষকদের প্রতিবাদী মিছিল যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। অপরদিকে হরিয়ানার বিজেপি সরকারের পক্ষ থেকেও আগামী দুদিনের জন্যপাঞ্জাব সীমান্ত সিল করে কৃষকদের এই প্রতিবাদী আন্দোলন রোখার প্রচেষ্টা করা হচ্ছে।পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে বাস চলাচল বন্ধ করা হয়েছে। একাধিক জায়গায় ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে।

কৃষকদের এই প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি টুইট করে কবিতার আকারে রাহুল গান্ধী লিখেছেন, মোদি সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে দেশের কৃষকরা দৃঢ় ভাবে দাঁড়িয়ে আছেন। নিজের এই টুইট বার্তা সাথে একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কৃষকরা বিশাল সংখ্যায় রাস্তায় জমায়েত করেছেন এবং তাদেরকে রুখতে তৎপর সুরক্ষা কর্মীরা তাদের ওপর জলকামান প্রয়োগ করছেন।

 

Related Articles

Back to top button
error: