রাজ্য দেশের নয়া মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র By TDN Bangla - 13 April 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে চলা পাঁচ রাজ্যের ভোটের মধ্যেই অবসর নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। মঙ্গলবারই অবসর নেবেন তিনি। তার জায়গায় নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র।