রাজ্য

সন্তানকে ট্যাক্সিতে ফেলে গেলেন দম্পতি! পরে পুলিশ ও চালকের উদ্যোগে উদ্ধার

টিডিএন বাংলা ডেস্ক: সন্তানকে ভুলে ট্যাক্সিতে রেখেই চলে গেলেন দম্পতি! অবিস্বাস্য ঘটনার সাক্ষী রইলো কলকাতা। পরে পুলিশ ও চালকের উদ্যোগে উদ্ধার করা হলো ওই শিশুটিকে।
বিধাননগর পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি তুলে ধরে বলা হয়েছে, এয়ারপোর্ট থেকে সন্তান-সহ একটি প্রিপেড ট্যাক্সিতে ওঠেন ওই দম্পতি। যাচ্ছিলেন আলমবাজার। কিন্তু ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল তাঁদের সন্তান। খুদের ঘুম ভাঙার আগেই গন্তব্যে পৌঁছে যায় ট্যাক্সিটি। গাড়ি থেকে নেমেও পড়েন ওই দম্পতি। ট্যাক্সিচালক চলে যান অন্যদিকে। বেশ কিছুক্ষণ পর ট্যাক্সি চালক দেখতে পান গাড়িতেই রয়ে গিয়েছে ওই দম্পতির সন্তান। বিষয়টি এনএসসিবিআই ট্রাফিক গার্ড পুলিশকে জানান তিনি। তারপরেই ওই ট্যাক্সিচালকের সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে খুদের পরিবারের সঙ্গে। প্রমাণ দেখিয়ে তাদের সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান দম্পতি।

Related Articles

Back to top button
error: