নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : দীর্ঘ দুবছর কোভিড অবস্থা কাটিয়ে এবছর জমে উঠেছে ঈদের বাজার। দারুন বেচাকেনায় স্বভাবতই মুখে চওড়া হাসি ব্যবসায়ীদের। রমজানের শেষ লগ্নে সামসেরগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। উল্লেখ করা যেতে পারে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জে মূলত ধুলিয়ান এবং বাসুদেবপুর ঐতিহ্যবাহি ও সবচেয়ে বড় বাজার। নিত্যদিন বাজারে হাজার হাজার লোকের সমাগম হয়ে থাকে। কাপড় থেকে শুরু করে যাবতীয় খুচরো-পাইকারি সব রকম সামগ্রী অতি সহজেই পাওয়া যায় দুই বাজারে। মানুষকে আর আগের মতো বহরমপুর বা জঙ্গিপুর বাজারের দিকে তাকিয়ে থাকতে হয় না। ২০১৬ সালে নোট বাতিলের ঝক্কি কাটিয়ে ২০১৯ সালে ব্যবসা স্বাভাবিক হয়। কিন্তু পরের বছর করোনা আর লকদাউনের যাঁতাকলে পরে কার্যত বিপর্যস্ত অবস্থা তৈরি হয় ব্যবসায়ীদের। পরপর দুবছর কোভিড আবহে ব্যবসা ওঠে লাটে।
তবে আগের দুবছরের সব স্মৃতিকে ধূলিস্যাত করে এবছর রমজানের শেষ দশকের আগেই ব্যাপক কেনাবেচায় ব্যবসায়ীদের মনে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা বাসুদেবপুর বাজারে মানুষের জনসমাগম লক্ষ করা যাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, মহিলাদের উপস্থিতি এবারে চোখে পড়ার মতো। ঈদের আগে নিত্য নতুন ডিজাইনের সাজে সেজে উঠার আনন্দে সামিল হয়েছেন সাধারণ মানুষ।