তিন দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: গতকালই তিন দিনের সফরে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ রাজ্যে ফুল বেঞ্চ পৌঁছানোর পরেই রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করেন। আজ প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশনের। তারপর ভোটের সঙ্গে যুক্ত সংস্থার সঙ্গে বৈঠক এবং দ্বিতীয় পর্যায়ে ডিএম, এসপি, সিপিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। শুক্রবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে বৈঠকের পর দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।