টিডিএন বাংলা ডেস্ক: নারদ মামলায় বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করে আগামী সোমবার সকাল ১১ টায় শুনানি করবে হাইকোর্ট। বেঞ্চে রয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন।