HighlightNewsদেশ

অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না, লখিমপুরকাণ্ডে ‘সুপ্রিম’ সমালোচনা যোগী সরকারকে

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে সুপ্রিমকোর্টে ফের সমালোচনার মুখে যোগী সরকার। ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের তদন্তে মোটেও সন্তুষ্ট নয় আদালত। তদন্ত রিপোর্ট জমা দিতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ইচ্ছাকৃতভাবে দেরি করছে যোগী পুলিশ। তদন্তে গতি আনতে হবে। অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না। তদন্তে গতি আনতে যা যা করা দরকার, করতে হবে।পা ঘষে চলার অনুভূতিটা বাদ দিন।” আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। অভিশপ্ত ৩ অক্টোবর। লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে পিষে মারার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। যা নিয়ে শোলগোল পড়ে যায় গোটা দেশে। চাপে পড়ে গ্রেফতার করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। ওই ঘটনায় সু্প্রিমকোর্ট জনস্বার্থ মামলা দায়ের করে। আজ ছিল শুনানির দ্বিতীয় দিন। তদন্তের রিপোর্ট পেশ করতে কেন দেরি করছে রাজ্য? এই প্রশ্ন তুলে যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করে আদালত। প্রধান বিচারপতি বলেন, আমরা গতকাল রাত ১টা পর্যন্ত অপেক্ষা করেছি রিপোর্টের জন্য। কিন্তু কোনও রিপোর্ট জমা পড়েনি।” পাল্টা জবাব দেন সরকার পক্ষের আইনজীবী হরিশ সালভে। তিনি জানান, আজ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “শুনানির কয়েক মিনিট আগে রিপোর্ট জমা দিলে, সেটা আমরা কীভাবে পড়ব? মামলার শুনানির অন্তত ১দিন আগে রিপোর্ট জমা করবেন, এটাই আশা ছিল।উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় আমরা মোটেও সন্তুষ্ট নয়।আমরা চাই দায়িত্বশীল সরকার ও পুলিশ।” আইনজীবী হরিশ সালভে শুক্রবার শুনানির জন্য আবেদন করলেও প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, আজই রিপোর্ট পড়া হবে। এদিনের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দ্রুত সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করার জন্য। সেই সঙ্গে তাঁদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে আদালত জানতে চায়, এপ্রসঙ্গে ৪৪জন সাক্ষীর মধ্যে কেন ৪জনের সাক্ষ্য গ্রহণ করা হল? কেন এর থেকে বেশি সাক্ষ্য গ্রহণ করা গেল না?জবাবে অবশ্য সালভে জানান, সাক্ষীদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button
error: