HighlightNewsরাজ্য

কৃষক গণহত্যায় অংশগ্রহণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি সংযুক্ত কিষান মোর্চার

টিডিএন বাংলা ডেস্কঃ লখিমপুরে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করা হয় কৃষকদের। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র কৃষকদের গণহত্যায় নেতৃত্ব দিয়ে ছিলেন। এই ঘটনায় গোটা দেশজুড়ে কৃষকদের পক্ষে আন্দোলন শুরু হয়েছে।গণহত্যার সাথে জড়িত আশিষ মিশ্র, সুমিত জয়সওয়াল, অঙ্কিত দাস এবং অন্যান্য অপরাধীদের এখনও পর্যন্ত পুলিস গ্রেফতার না করায় সংযুক্ত কিষাণ মোর্চা ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এবং আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্র গা ঢাকা দেবার জন্য ক্ষমতার কৌশল ও অপপ্রয়োগ করছেন। সংযুক্ত কিষান মোর্চা এই কৃষক গণহত্যায় অংশগ্রহণকারী আশিষ মিশ্র, সুমিত জয়সওয়াল, অঙ্কিত দাস এবং অন্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য যে, সমন অনুযায়ী নির্ধারিত সময়ে (সকাল ১০টা) লাখিমপুর খেরির পুলিশ লাইন্সের ক্রাইম ব্রাঞ্চ অফিসে আশিষ মিশ্র হাজির হননি। পুলিশের দাবি আশিষ মিশ্রের সন্ধান পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে তিনি পলাতক – ঘন ঘন জায়গা পরিবর্তন করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া সুমিত জয়সওয়াল কৃষক হত্যায় ব্যবহার করা “থার” গাড়িতে ছিলেন। সেই গাড়ি থেকে উনি পালিয়ে যাচ্ছিলেন এবং পরে তাকে মিডিয়াতে বাইট দিতে দেখা গিয়েছে। অথচ এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। একইভাবে, এই ঘটনায় ধরা পড়া একজনের পুলিশি জেরার ভিডিও থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি বলছেন অঙ্কিত দাস “ফরচুনার” গাড়িতে ছিলেন। অথচ কৃষক গণহত্যার জন্য দায়ী অঙ্কিত দাসকেও এখনো গ্রেপ্তার করা হয়নি।

Related Articles

Back to top button
error: