আন্তর্জাতিক প্রয়াত বাহরাইনের প্রধানমন্ত্রী, শোকের ছায়া By TDN Bangla - 11 November 2020 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: প্রয়াত বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স শেখ খলিফা বিন সলমন আল খলিফা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। বাহরিনের রয়্যাল প্যালেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাহরাইনে।