HighlightNewsদেশ

বিনামূল্যে রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক দেওয়ার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের প্রত্যেক বাসিন্দাকে বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়া হবে।লাগাতার ৪ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পেরিয়ে যাবার পর রাজ্যের সব নাগরিককেই বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রবিবার সেরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক এমনটাই জানিয়েছেন।

এপ্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন,”রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব নাগরিককেই যাতে যত শীঘ্র সম্ভব বিনামূল্যে কোভিড টিকা দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক টেন্ডার ডাকা হয়েছে।”

Related Articles

Back to top button
error: