HighlightNewsদেশ

বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা; প্রতিবাদী কৃষকদের জন্য খাবারের আয়োজন করল দিল্লির মসজিদ সমূহ

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন কেন্দ্র সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে সরব কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন রুখতে দিল্লি হরিয়ানা সীমান্তে জলকামান প্রয়োগ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ এবং সিআরপিএফ বাহিনী তখন অপরদিকে মানবতার বার্তা দিল দিল্লির মসজিদগুলি। একদিকে যখন নয়া কৃষি আইন খারিজের দাবিতে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া কৃষকদের প্রতিহত করতে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং জলকামান দিয়ে স্বাগত জানাচ্ছে তেমনই অপরদিকে, প্রতিবাদরত কৃষকদের জন্য খাবার প্রস্তুত করে বছিত্রের মধ্যে ঐক্যের এক অনন্য বার্তা দিল দিল্লির মসজিদগুলি।

মোহাম্মদ আজমল খান নামে এক টুইটার ব্যবহারকারী একটি ছবি শেয়ার করে লিখেছেন,”দিল্লির বেশ কয়েকটি মসজিদ পাঞ্জাব এবং অন্যান্য রাজ্য থেকে আগত কৃষকদের জন্য খাবারের আয়োজন করেছে। সিএএ-এনআরসি চলাকালীন কৃষকরা আমাদের পাশে দাঁড়িয়েছিল এখন মানবতার স্বার্থে আমাদের পালা। এই অত্যন্ত মমতা ও ঐক্য অসহিষ্ণু শাসকদের বিরক্ত করছে।”

https://twitter.com/MohdAjmalKhan06/status/1332168351007858694?s=20

https://twitter.com/MohdAjmalKhan06/status/1332168747537362949?s=20

সমজসকর্মী নাদিম খান লিখেছেন কিভাবে দিল্লির বেশিরভাগ মসজিদ প্রতিবাদৃত কৃষকদের জন্য খাবার প্রস্তুত করেছে এবং কৃষকদের প্রয়োজনের কথা ভেবে ওই মসজিদগুলোর যোগাযোগ নম্বরও তুলে ধরেছেন।

https://twitter.com/TamannaUAH/status/1331970549963100160?s=20

দিল্লি মসজিদগুলোর মানবিকতার এই স্বরূপকে কুর্নিশ জানিয়েছেন একাধিক টুইটারেতি।

 

Related Articles

Back to top button
error: