HighlightNewsদেশ

ধর্মস্থানের মিশ্র চরিত্র ভারতে নতুন কিছু নয়, জ্ঞানবাপি মামলায় রায় সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার জ্ঞানবাপী মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ মামলাটি বারাণসি দায়রা আদালত থেকে জেলা আদালতে স্থানান্তর করেছে। এই বিষয়ে পরবর্তী শুনানি করবেন বারাণসির জেলা জজ। শুক্রবার ৫১ মিনিটের শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, বিষয়টি আমাদের কাছে আছে তবে, প্রথমে এটি বারাণসি জেলা আদালতে শুনানি করা উচিত। আদালত জানিয়েছে, জেলা জজ আট সপ্তাহের মধ্যেই তার শুনানি শেষ করবেন। ততদিন পর্যন্ত ১৭ মে শুনানি চলাকালীন যে নির্দেশ দেওয়া হয়েছিল তা জারি থাকবে।
এদিন আদালত আরো জানিয়েছে,”এক মুহূর্তের জন্য মন্দির-মসজিদ বিবাদ দূরে সরিয়ে রেখে ভাবুন। ধর্ম স্থানের মিশ্র চরিত্র ভারতবর্ষের নতুন কিছু নয়। এটি জরাস্ট্রিয়ান উপাসনালয়ে ক্রুশ মেলার অর্থ এই নয় যে সেটি খ্রিষ্টানদের ধর্মস্থল এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য।” আইন বিশেষজ্ঞদের মতে মন্দির-মসজিদ বিতর্কে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে মত শীর্ষ আদালতের।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের শুক্রবারের শুনানির পর আপাতত সিল থাকবে মসজিদের অজুখানা। তবে নমাজ পাঠ করতে যাঁরা আসবেন তাদের জন্য অন্য ব্যবস্থা করে দিতে হবে বলে জানিয়েছে আদালত।
শুক্রবার মামলাটি বারাণসি জেলা আদালতে স্থানান্তর করার বিষয়ে আদালত জানায়,”এটি খুবই জটিল এবং স্পর্শকাতর বিষয়। আমরা মনে করি এই মামলাটির শুনানি ডিস্ট্রিক্ট জাজের এজলাসে হওয়া উচিত। মামলার বর্তমান বিচারপতির প্রতি আমাদের কোনো বক্তব্য নেই। আমরা ইতিবাচকভাবে মামলাটি অভিজ্ঞ বিচারকের হাতে তুলে দেওয়ার কথা বলছি।”একইসঙ্গে এদিন সার্ভে রিপোর্ট লিক করে শিবলিঙ্গের বিষয়টি সামনে আসার বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তিন বিচারপতির বেঞ্চ।

Related Articles

Back to top button
error: