HighlightNews

রাষ্ট্রীয় কামধেনু আয়োগের ঝাঁপ ফেলল মোদি সরকার

টিডিএন বাংলা ডেস্ক : গোমাতার উপকারিতা বোঝাতে, তাকে নিয়ে চর্চা করতে খোলা হয়েছিল সরকারি পীঠস্থান রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। কিন্তু মোদির সাধের সেই আয়োগ এখন বন্ধ। গত ফেব্রুয়ারি মাসের পর থেকে তার ঝাঁপ ফেলেছে কেন্দ্রীয় সরকার। বন্ধ দরজা কবে খুলবে? কিংবা আদৌ তা খুলবে কিনা কেউ জানে না।

২০১৯ সালে চালু হয় এই আয়োগ। সরকার জানিয়েছিল, গো-সম্পদ বিকাশ করাই এর মূল লক্ষ্য। কার্যক্ষেত্রে দেখা যায়, গো-সম্পদ বিকাশ করার বদলে গরুর দুধ, গোবর বা গোমূত্র নিয়ে চর্চায় মেতে ওঠে তারা। এইসব নিয়ে ব্লগ লেখা এবং সোশ্যাল মিডিয়ার প্রচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গোবরের সাহায্যে দেশজুড়ে কুটির শিল্প চাঙ্গা করতে হাত দেয় তারা। গোবর দিয়ে বানানো হতে থাকে প্রদীপ, গণেশ, লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর মূর্তি। চিন থেকে কোটি কোটি টাকার পণ্য আমদানি রুখতেই এই উদ্যোগ নিয়েছিল আয়োগ।

চলতি বছর শুরুতে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ ঘোষণা করে, দেশজুড়ে একটি তারা পরীক্ষা নেবে। সেই পরীক্ষার কথা শুনে হইচই পড়ে যায় দেশে। শেষ পর্যন্ত পরীক্ষা অবশ্য বন্ধ করে দেয় কেন্দ্র। এইসবের পর গরু নিয়ে আর বেশি দূর এগোনো সাহস পায়নি আয়োগের কর্তারা। বন্ধ করে দেয় ওয়েবসাইট, এমনকী সোশ্যাল মিডিয়ার প্রচারও।

Related Articles

Back to top button
error: