HighlightNewsদেশ

চিকিৎসা করানোর জন্য ডাক্তারখানায় সশরীরে পৌঁছে গেল বাঁদর! ভাইরাল ভিডিও

টিডিএন বাংলা ডেস্ক: মাথায় চোট লেগেছে। তাই চিকিৎসা করাতে নিজেই ডাক্তারখানায় হাজির হলো বাঁদর। বিহারের রোহতাসের একটি বেসরকারি ক্লিনিকে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
জানা গিয়েছে, ওই বাঁদরটির কোনো কারণে মাথায় আঘাত লেগেছিল। সেই চোটের চিকিৎসা করাতে ওই বেসরকারি ক্লিনিকে হাজির হয় বাঁদরটি। ক্লিনিকের বাইরে নিজের বাচ্চাকে কোলে নিয়ে খানিকক্ষণ বসে থাকে। তাকে ঐভাবে ক্লিনিকের বাইরে বসে থাকতে দেখে চিকিৎসকের কর্মীরা আহত বানরটিকে দেখতে পেয়ে তাকে তুলে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যান। এরপর ডাক্তার বাঁদরের চোটে মলম লাগিয়ে দিলে বাঁদরটি ওই ক্লিনিকের বিছানাতেই কিছুক্ষণ শুয়ে থাকে। এই সময় ওই আহত বানরের কোলে তার সন্তানও ছিল। শিশুটিকে সারাক্ষণ নিজের বুকে জড়িয়ে ধরে রাখে ওই বাঁদরটি।

বিহারের সাসারামের জেলা সদর শাহজুমায় ওই বানরটিকে অনেকেই তার শিশুকে কোলে নিয়ে ঘুরতে দেখেছেন। তবে রবিবার চোট লাগার পর যেভাবে সে ডাক্তারখানায় চিকিৎসা করাতে চলে আসে তাতে স্থানীয়রা তো বটেই ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও। ওই ক্লিনিকের ডাক্তার এস এম আহমেদ জানান, পুরো চিকিৎসা চলাকালীন বানরটি সম্পূর্ণ শান্ত ছিল এবং চিকিৎসা শেষে বিশ্রাম নিয়ে নিঃশব্দে চলে যায় সে।

Related Articles

Back to top button
error: