আন্তর্জাতিক

করোনায় মসজিদ বন্ধ, খুঁজে খুঁজে রোজাদারদের কাছে ইফতারি পৌঁছে দিচ্ছে কানাডার যুবকরা

টিডিএন বাংলা ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসের মহামারী বিস্তারের আশঙ্কায় এখনো অনেক দেশের মসজিদগুলোতে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যতিক্রম নয় কানাডাও। করোনার জন্য সেখানের মসজিদগুলোতে রমজানে ইফতার মাহফিল স্থগিত রয়েছে। এতে ঘর থেকে বের হওয়া রোজাদার মুসলিমদের ইফতারে একটু সমস্যা দেখা দিয়েছে। কেননা, রমজানে বাইরে চলাচলের সময় মাগরিবের আজান হলেই রাস্তার পাশের মসজিদটিতে গিয়ে ইফতার করার সংস্কৃতি সেখানেও আছে।

এই পরিস্থিতিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে কানাডিয়ান মুসলিম তরুণ-তরুণীদের একটি সংগঠন। বিকেল হলেই সংগঠনের সদস্যরা ইফতার সামগ্রীর প্যাকেট নিয়ে রাস্তায় রোজাদারদের অপেক্ষা করে এবং পাস দিয়ে যাওয়া গাড়ির দিকে ইশারা দিয়ে ইফতারি গ্রহণের আমন্ত্রণ জানায়। গত শুক্রবারও তারা অন্তত ৫০০ রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সংগঠনটির সমন্বয়ক ইয়াসমিন জুগলুল জানান, রমজানজুড়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র : আনাদুলু এজেন্সি

 

Related Articles

Back to top button
error: