আন্তর্জাতিক

রোহিঙ্গা শরণার্থীদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা মায়ানমার সরকারের

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি মায়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে জানা যাচ্ছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর তরফ থেকে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন গত শুক্রবার মায়ানমার সরকারের এই সম্মতির কথা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মায়ানমার সরকার অনেক আগেই সম্মতি প্রকাশ করেছিল তবে মাঝখানে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর অতিমারি শুরু হয়ে যাওয়ায় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়। বর্তমানে কোভিড ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে,তাই রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ব্যাপারে ফের নতুন ভাবে আলোচনা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কবে থেকে এবং কিভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে এ বিষয়ে মায়ানমার সরকারের তরফ থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে কোন কিছু উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা সাধারণ নির্বাচনের পর মায়ানমার এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করবে। প্রাথমিকভাবে দুই দেশ বাংলাদেশ ও মায়ানমারের বিদেশ মন্ত্রী সর্বপ্রথম একটি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ মায়ানমার ও চীন -এই তিন দেশ মিলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত খসড়া তৈরি করবে। সেই চূড়ান্ত খসড়া নিয়ম মেনে ধীরে ধীরে আগামী বছর শরণার্থী রোহিঙ্গারা নিজের দেশে ফিরতে পারবে বলে অনুমান করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: