HighlightNewsরাজ্য

পুরসভার তালিকাতে নেই মৌসমের নাম, ক্ষুদ্ধ সাংসদ

টিডিএন বাংলা ডেস্ক : ইংরেজবাজার পুরসভা তাদের ডাইরিতে প্রতি বছরের ন্যায় এবছরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। কিন্তু সেই তালিকাতে ব্রাত্য খোদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুম। যদিও ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আসিস কুন্ড এটাকে ছোট মিসটেক বলে দাবি করেছেন। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে।

ইংরেজবাজার পুরসভা প্রতিবছর নতুন বছরের ডায়েরি প্রকাশ করে। তাতে মালদা জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নাম ও ফোন নম্বর উল্লেখ থাকে। জেলাশাসক থেকে জেলার পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দপ্তরের ফোন নম্বর থেকে জেলা জনপ্রতিনিধিদেরও ফোন নম্বর দেওয়া হয় এই ডায়েরিতে। সেই গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নামের তালিকা থেকেই বাদ গিয়েছেন সাংসদ মৌসম বেনজির নুর। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভা দ্বারা প্রকাশিত ২০২২ সালের এই ডায়েরিতে কংগ্রেস, বিজেপি সাংসদের নাম ও ফোন নম্বর রয়েছে। নাম রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদেরও। এমনকি সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নাম ও ফোন নম্বর রয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের সাংসদ হওয়া সত্ত্বেও শুধুই মৌসম বেনজিরের নাম বাদ গেল। তৃণমূল কংগ্রেসের পুরসভার পুর কর্তৃপক্ষের এমন কান্ডে স্বাভাবিক ভাবেই অখুশি একদা মালদা জেলার পীঠস্থান কৌতুয়ালী বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব মৌসম বেনজির নুর। তবে পুরসভার কো অর্ডিনেটর প্রসেনজিৎ দাস বলেন, ‘এমনটি অন্যায় হয়েছে।’

Related Articles

Back to top button
error: