মোকতার হোসেন মণ্ডল: শিক্ষা ও জনসেবার মাধ্যমে জাতির উন্নয়ন করতে হবে, ঈদের গোলটেবিল বৈঠকে উঠলো এমনই প্রস্তাব। বৃহঃস্পতিবার ঈদের পড়ন্ত বিকেলে মালদার শাহীন অ্যাকাডেমিতে বুদ্ধিজীবীদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সকলেই এক মত হন যে, সুশিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। যেকোন মূল্যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেটা তখনই সম্ভব যখন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলবে। সেই সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। মানব কল্যাণের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব।
এদিনের গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পলিটেকনিক কলেজের লেকচারার গোলাম সারওয়ারে জাহান, রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মেরাজুল হাসান, উলবেরিয়া কলেজের অধ্যাপক ড: আব্দুল্লাহ বিন রহমান, আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মৌলানা আব্দুল ওদুদ, শাহীন অ্যাকাডেমীর সম্পাদক রিজওয়ানুল হক, সামসি পলিটেকনিক কলেজের লেকচারার আনসার তাওসিফ আহমেদ, সিআইডি অফিসার তারিকুল ইসলাম, আব্বাসগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, আলিনগর হাই স্কুলের টিআইসি মোহাম্মদ রবিউল শেখ প্রমুখ। এদিন এলাকার বহু মানুষ ছাড়াও বেশ কিছু মেডিক্যাল ছাত্র উপস্থিত ছিলেন।