HighlightNewsদেশ

কৃষক সংগঠন এবং কেন্দ্রের মধ্যে নবম দফার বৈঠকেও অধরা সমাধান সূত্র; আগামী বৈঠক ১৫ জানুয়ারি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে লাগাতার ৪৪ দিন ধরে দিল্লির সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন ৪১ টি কৃষক সংগঠনের সদস্যরা। এরমধ্যেই আজ কেন্দ্রের সাথে কৃষক সংগঠনের প্রতিনিধিদের নবম দফার বৈঠক ছিল। তবে প্রত্যেক বারের মতো এবারেও বৈঠকেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। আগামী বৈঠক ১৫ জানুয়ারি হবে বলে জানা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিনের বৈঠকেও সরকার কৃষক নেতাদের কাছে আইন সংশোধন করার প্রস্তাব দেয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে আইন প্রত্যাহার করা যাবে না, তার কারণ বহু কৃষক এই আইনের সমর্থন করেছেন। অপরদিকে কৃষক নেতারা আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন।

এদিনের বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, তিনটি কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামি বৈঠকের সমস্যার সমাধান হওয়ার আশা রয়েছে।

এদিকে, নিজেদের দাবিতে অনড় কৃষক সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন তারা কৃষি আইন প্রত্যাহারের কম কোন কিছু চান না। বৈঠকের পর অখিল ভারতীয় কিষান সভার মহাসচিব হান্নান মোল্লা জানিয়েছেন, এদিনের বৈঠক চলাকালীন রূঢ় ভাষায় কথোপকথন হয়েছে। তিনি বলেন, কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আইন বাতিল ছাড়া কিছু চান না। আমরা কোন আদালতে যাব না, আমরা লড়াই জারি রাখবো। ২৬ জানুয়ারি আমাদের প্যারেড পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হবে।

Related Articles

Back to top button
error: