HighlightNewsদেশ

কারনালে চলছে কৃষক আন্দোলন, ফের বন্ধ ইন্টারনেট

টিডিএন বাংলা ডেস্ক : দিন দিন খারাপ হচ্ছে হরিয়ানার কারনালের পরিস্থিতি। আন্দোলনে নাছোড় কৃষকরা। যা দেখে রক্ত চাপ বাড়ছে কেন্দ্রের। কৃষকদের দাবি একটাই। যে পুলিশ আধিকারিকের নির্দেশে কৃষকের মাথা ফাটানো হয়েছিল তাকে বরখাস্ত করতে হবে। তারা জানিয়ে দিয়েছে, দাবি না মিটলে খুব শীঘ্রই তারা অবস্থান বিক্ষোভ শুরু করবেন। এরপরই আরও একবার বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। আপাতত ৫টি জেলার ইন্টারনেট বন্ধ করা হয়েছে আজ বেলা ১২ টা পর্যন্ত। ১৪৪ ধারা জারি হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। আন্দোলনকারী কৃষক সুশীল কাজলের পুলিশের লাঠির আঘাতে মৃত্যু। এমনই অভিযোগ কৃষক সংগঠনগুলির। যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কার্নালের মিনি সচিবালয় ঘেরাও করে রাখেন আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও সমাধানসূত্র বের করতে ব্যর্থ হরিয়ানা সরকার। বুধবারও কৃষক প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয় সরকারের। বৈঠক শেষে ভারতীয় কিষান ইউনিয়নের সর্বভারতীয় নেতা রাকেশ টিকায়েত জানান, সমাধানসূত্র মেলেনি। পুলিশ কৃষকদের দাবি মানতে রাজি না। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করতে চাইছে না। চাকরি থেকেও তাকে বরখাস্ত করতে চাইছে না। টিকায়েতের কথায়, কৃষকরা ইতিমধ্যেই দিল্লি কে পাঁচটি দিক থেকে ঘেরাও করে রেখেছেন। এই কৃষকদের বড় অংশ হরিয়ানার বাসিন্দা। ঘটনা হল,বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন মাত্র তিন কিলোমিটার দূরে। যা আরও উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।

Related Articles

Back to top button
error: